গাংনীতে সড়ক সংস্কারের দাবিতে মুসল্লিদের মানবন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

গাংনীতে সড়ক সংস্কারের দাবিতে মুসল্লিদের মানবন্ধন / ছবি: বার্তা২৪

গাংনীতে সড়ক সংস্কারের দাবিতে মুসল্লিদের মানবন্ধন / ছবি: বার্তা২৪

মেহেরপুরের গাংনী উপজেলার ব্যস্ততম একটি সড়কের নাম বামন্দি তেঁতুলবাড়িয়া সড়ক। এ সড়ক দিয়ে জেলার বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত বামুন্দী বাজারে আসা যাওয়া করেন হাজারো মানুষ। চিকিৎসা, কেনাকাটা, ফসল বিক্রি ও জেলা উপজেলা শহরে যাতায়াতের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ।

তবে দীর্ঘদিন ধরে সড়কে খানাখন্দ ও গর্ত সৃষ্টির কারণে পথচারীদের দুর্ভোগের সীমা নেই। কোনো প্রতিকার না পেয়ে প্রতিবাদে সড়কে নেমেছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ জুন) জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদের মুসল্লিরা ব্যানার হাতে সড়কে নামেন। আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে তারা সড়কটি দ্রুত সংস্কারের দাবি করেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/07/1559905292368.JPG

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযুদ্ধা নুহু বাঙালি। তিনি বলেন, ‘জনগুরুত্বপূর্ণ সড়কটি কর্তৃপক্ষের অবহেলায় সংস্কার হচ্ছে না। ফলে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। এই সড়ক দিয়ে বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে। এতে যাত্রীদের অবস্থাও নাজেহাল। অনতিবিলম্বে সংস্কার না হলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে এলাকাবাসী।’

বিজ্ঞাপন