বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

সীমান্তে পাহারারত বিএসএফ, ছবি: সংগৃহীত

সীমান্তে পাহারারত বিএসএফ, ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠাংঝাড়া সীমান্ত থেকে আতাবুল (২৮) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৭ জুন) সকালে ঠাংঝাড়া সীমান্তে ৯০৭ নং মেইন পিলারের ১০ নং সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। আতাবুল উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠাংঝাড়া গ্রামের মৃত খোকা শেখের ছেলে।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, উপজেলার ঠাংঝাড়া সীমান্ত দিয়ে গরু পারাপারের সময় ভারতের আরকেবাড়ী ১৪৩ নং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর টহল দল তাকে ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আতাবুলকে (২৮) আটক করে বিএসএফ।

রংপুর-৫১ বিজিবি পরিচালক লেঃ কর্নেল মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪কে বলেন, ‘আতাবুল একজন গরু পারাপারকারী। এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।’