বকশিশ চাওয়ায় ভ্যানচালককে মারধর, যাত্রীকে গণপিটুনি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

লাঞ্ছনার শিকার ভ্যানচালক শফিকুল ইসলাম

লাঞ্ছনার শিকার ভ্যানচালক শফিকুল ইসলাম

গাইবান্ধার পলাশবাড়ীতে ঈদের বকশিশ চাওয়ায় এক ভ্যানচালককে মারধর করেছেন ওই ভ্যানে চড়া এক যাত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সেই যাত্রীকে গণপিটুনি দিয়েছেন।

বুধবার (৫ জুন) সন্ধ্যার দিকে পলাশবাড়ী চৌমাথা মোড়ে ভ্যানচালক শফিকুল ইসলাম (৪০) তার এক যাত্রীর কাছে ১০ টাকা বকশিশ চাইলে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সাদা টি-শার্ট ও চশমা পরিহিত ওই যাত্রী শফিকুলের ভ্যানযোগে পলাশবাড়ীতে আসেন। ভ্যান থেকে নামার পর ঈদের বকশিশ হিসেবে ১০ টাকা ভাড়া বেশি দাবি করেন শফিকুল। ভাড়া বেশি চাওয়ায় বেশ কয়েকবার তাকে চর-থাপ্পড় মারেন সেই যাত্রী।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত স্থানীয়রা। তারা এগিয়ে এসে সেই যাত্রীকে গণপিটুনি দেন। ঘটনা বেগতিক দেখে যাত্রী দৌড়ে পালিয়ে যান।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান মাসুদ বার্তা২৪.কমকে বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। স্থানীয়ভাবে মিটমাট হয়ে গেছে।