ফরিদপুরে বাস উল্টে নিহত ৪

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

রাস্তায় পড়ে আছে মরদেহ, ছবি: বার্তা২৪.কম

রাস্তায় পড়ে আছে মরদেহ, ছবি: বার্তা২৪.কম

ফরিদপুর সদর উপজেলার ধুলদী রেলগেট এলাকায় বাস দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৩ জন।

বুধবার (৫ জুন) সকাল পৌনে ৭টার দিকে এ কে ট্রাভেলসের একটি বাস গাছের সঙ্গে ধাক্কা খেলে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বার্তা২৪.কমকে জানান, সকালে এ কে ট্রাভেলসের একটি বাস ঈদযাত্রীদের নিয়ে ঢাকা থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিল। পথে ধুলদী রেলগেট এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ সময় আহত হন ১৩ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জয়নাল আবেদীন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।