ঈদের আগে চাল পাচ্ছেন গাইবান্ধার দুস্থরা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

ঈদুল ফিতরের আগে চাল পেয়ে গাইবান্ধার দুস্থদের মুখে হাসি ফুটেছে। জেলার চারটি পৌরসভাসহ ৮২টি ইউনিয়নের দুস্থ পরিবারকে দুই হাজার ৪৯০ টন চাল দেওয়া হচ্ছে।

ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) প্রকল্পের আওতায় প্রতিটি পৌরসভা ও ইউনিয়নে চাল বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে এক লাখ ৬৫ হাজার ৯৭০ জন মানুষ এসব চাল পাচ্ছেন। প্রত্যেক পরিবার ১৫ কেজি করে চাল পাচ্ছেন।

বিজ্ঞাপন

Gaibandha VGF

কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম বার্তা২৪.কমকে জানান, ৮৯৩ দুস্থ পরিবারের মাঝে ঈদের বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাহেদুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, ঈদুল ফিতরে দুস্থদের পরিবারে যেন খাবারের অভাব না থাকে, সেই লক্ষ্যে এসব চাল বিতরণ করা হচ্ছে।