গর্ত খনন করছিল শ্রমিকরা, মিলল ৬ বোমা
মেহেরপুরের গাংনী শহরের চৌগাছা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি বোমা উদ্ধার করা হয়েছে। রোববার (২ জুন) দুপুরে বোমাগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, চৌগাছা গ্রামের সালা উদ্দীন নামে এক ব্যক্তির বাড়ি নির্মাণের জন্য গর্ত খননের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় কোদাল দিয়ে মাটি কাটার সময় ব্যাগের মধ্যে বোমাগুলো তাদের নাজরে আসে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, দুর্বৃত্তরা বোমাগুলো নিরাপদে লুকিয়ে রাখার জন্য মাটির নিচে রাখতে পারে। তবে উদ্ধারকৃত বোমাগুলো আসলে তাজা রয়েছে কিনা তা এখনই বোঝা যাচ্ছে না। মাটি-বালু ভর্তি পানির পাত্রে বোমাগুলো রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত বলা যাবে।