কুষ্টিয়ায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
কুষ্টিয়ায় ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১ জুন) রাতে শহরতলীর মঙ্গলবাড়িয়া বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মঙ্গলবাড়িয়া বাজারের একটি চায়ের দোকানে ইয়াবা কেনাবেচা হচ্ছে। পরে অবিযান চালিয়ে তিনজনকে আটক করি। এ সময় তাদের শরীর তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত।’
আটককৃতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার ফজলুর রহমান ছেলে স্বপন মাহমুদ, কুষ্টিয়ার মিরপুর উপজেলার কচুবাড়িয়া এলাকার মৃত আবুল হাশেম মালিথা ছেলে আশরাফুল ও একই এলাকার শুকুর আলীর ছেলে রুবেল ইসলাম।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।