ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক। ছবি: সংগৃহীত

দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক। ছবি: সংগৃহীত

ফরিদপুর শহরতলীর পূর্বগঙ্গাবর্দীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/01/1559370157592.jpg

নিহতদের মধ্যে একজন ট্রাকের চালক মো. ইসলাম বিশ্বাস (৩০)। তার বাবার নাম মো. রওশন আলী। অপরজন ট্রাকের হেলপার মো. ইসলাম (২৫)। তার বাবার নাম মৃত আব্দুর রহিম। দুজনের একই নাম। তাদের বাড়ি মাগুরা সদর উপজেলার সাচানী গ্রামে। 

জানা গেছে, সকালে ঢাকাগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছালে মাগুরাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহতসহ আহত হন আরও দুজন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।