বুড়িমারী স্থলবন্দরে আটকা পণ্যবোঝাই ১০০ ট্রাক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লালমনিরহাটে বুড়িমারী স্থলবন্দরে গত ছয়দিন ধরে আটকা পড়েছে পণ্যবোঝাই প্রায় একশ ট্রাক। ভারতীয় কোচবিহারের চ্যাংরাবান্ধার কাস্টমস কর্তৃপক্ষ হঠাৎ অনলাইন সেবা কার্যক্রম চালু করায় আটকা পড়ে এসব পণ্য। এতে ক্ষতির আশঙ্কা করছেন বাংলাদেশি রফতানিকারক ব্যবসায়ীরা।

শুক্রবার (৩১ মে) দুপুরে বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের কর্মকর্তা রনি দাস বিষয়টি স্বীকার করলেও তাদের কিছুই করার নেই বলে জানান তিনি।

বিজ্ঞাপন

জানা যায়, ভারতীয় রাজস্ব বিভাগ চ্যাংরাবান্ধা স্থলবন্দর কাস্টমসকে কম্পিউটারাইজ সিস্টেমের আওতায় নিয়ে আসার কাজ হাতে নেয়। এজন্য গত ২৬ মে থেকে ‘এএসওয়াই কুডা’ সিস্টেম চালু করা হয়। এই সিস্টেম চালু করায় বাংলাদেশি পণ্য রফতানির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়।

এতে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে রফতানির জন্য প্রাণ-আরএফএলসহ প্রায় একশ পণ্যবোঝাই ট্রাক আটকা পড়ে। তবে ভারত থেকে বাংলাদেশে রফতানি কার্যক্রম সচল রেখেছে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ। 

বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী মেসার্স তাসনিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম হোসেন বলেন, কাস্টমসকে বলেও কোনো কাজ হচ্ছে না। ভারতীয় সমস্যার জন্য ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে পড়েছেন।

এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা অঞ্জন কুমার সাহা বার্তা২৪.কম-কে জানান, বুড়িমারী স্থলবন্দর অনলাইন সেবা কার্যক্রম অনেক আগে থেকে চালু আছে। কিন্তু চ্যাংরাবান্ধা কাস্টমস ম্যানুয়ালি কার্যক্রম করত। তারা এখন অনলাইন সেবা কার্যক্রম চালু করায় রফতানি কার্যক্রম নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তবে আমদানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।