মাঠে মাচায় মাচায় ঝুলছে তরমুজ

  • এসএম জামাল, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ফকিরাবাদ গ্রামের মাঠে মাচায় মাচায় ঝুলছে তরমুজ।  ছবি: বার্তা২৪.কম

ফকিরাবাদ গ্রামের মাঠে মাচায় মাচায় ঝুলছে তরমুজ। ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বেশ কিছু এলাকায় এবার তরমুজের চাষ করা হয়েছে। ফলনও হয়েছে ভালো। এতে খুশি কৃষকরা।

এবার উপজেলায় ২০ হেক্টর জমিতে এই তরমুজের চাষ হয়েছে। ইতোমধ্যে তরমুজ বিক্রি করে লাভবান হয়েছে কৃষকরা।

বিজ্ঞাপন

মিরপুর উপজেলার ফকিরাবাদ গ্রামে গিয়ে দেখা যায়, মাঠে মাচায় মাচায় ঝুলছে তরমুজ। তরমুজগুলো দেখতে উপরে গাঢ় সবুজ এবং ভেতরে লাল। খেতে বেশ সুস্বাদু।

কৃষক শহীদুল ইসলাম বলেন, ‘আমি এ বছর ২৫ কাঠা জমিতে তরমুজ চাষ করেছি। এ বছর কৃষি কর্মকর্তাদের পরামর্শে প্রথমবারের মতো তরমুজ চাষ করেছি। ভালো ফলন হওয়ায় আমি খুশি। এ পর্যন্ত ৬০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছি। লাভ ভলোই হয়েছে। মাঠে এখনো দেড় লাখ টাকার তরমুজ রয়েছে।

বিজ্ঞাপন

একই এলাকার কৃষক শফিকুল ইসলাম জানান, তিনি এক বিঘা জমিতে তরমুজ চাষ করেছেন। ইতোমধ্যে ৪০ হাজার টাকা বিক্রি করেছেন। বিভিন্ন এলাকার মানুষ ৫০ টাকা কেজি দরে মাঠ থেকে তরমুজ ক্রয় করে নিয়ে যাচ্ছে।

বারুইপাড়া ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মাহিরুল ইসলাম জানান, কৃষকরা সময় মতো হাইব্রিড বীজ পাওয়ায় এবং প্রাকৃতিক কোনো সমস্যা না হওয়ায় এ বছর তরমুজের ফলন ভালো হয়েছে।

মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ বলেন, সহজ চাষ ও লাভজনক হওয়ায় তরমুজ আবাদে কৃষকদের আগ্রহ বাড়ছে। এবার উপজেলায় ২০ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। ফলনও ভালো হয়েছে।