নড়াইলে কৃষকদের থেকে ধান কেনার দাবিতে ছাত্রলীগের স্মারকলিপি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নড়াইল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

নড়াইলে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবি জানিয়েছে ছাত্রলীগ। সোমবার (২৭ মে) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমের (ইউএনও) কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়েছে, বর্তমান বাজারমূল্যে কৃষকরা সন্তুষ্ট না থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের নির্দেশ দিয়েছেন। সরকার নির্ধারিত ধানের মূল্য প্রতি কেজি ২৬ টাকা করে মণ প্রতি এক হাজার ৪০ টাকা করে কিনলে সার্বিকভাবে কৃষকরা লাভবান হবেন।

বিজ্ঞাপন

Narail BSL

‘এছাড়া সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনলে অঞ্চলভিত্তিক ধান ক্রয়ের পরিমাণও বাড়বে। সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে সরাসরি ধান কিনলে কৃষকরা উপকৃত হবেন এবং সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।’

এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানায় ছাত্রলীগ।

নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুর নেতৃত্বে দলীয় নেতৃকর্মীরা স্মারকলিপি দেন।