বিদ্যালয়ের মাঠ-রাস্তা দখল করে হাট!

  • নিয়াজ আহমেদ সিপন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

বিদ্যালয়ের মাঠে বসেছে হাট, ছবি: বার্তা২৪.কম

বিদ্যালয়ের মাঠে বসেছে হাট, ছবি: বার্তা২৪.কম

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নামড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠ ও রাস্তা দখল করে হাট বসানোর অভিযোগ উঠেছে। ফলে বিপাকে পড়েছেন অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে এ বিষয়ে অভিযোগ করা হলেও প্রতিকার মিলছে না।

সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ে মাঠ ও রাস্তা দখল করে পাইকারি হাট বসানো হয়েছে। সেখানে গরুর মলমূত্র ও তামাকের দুর্গন্ধে শ্রেণিকক্ষে বসে থাকাটা কষ্টকর। স্থানীয় কৃষক ও পাইকাররা বড় বড় ট্রাক ও ভটভটিতে করে কাঁচাতরকারি ও গরু-ছাগল এনে স্কুল মাঠে লোড-আনলোড করছেন।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের মাঠ ও রাস্তা দখল করে হাট!

সপ্তাহে শনিবার ও বুধবার হাট চলে। এই দুই দিন স্কুলের শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। স্কুল মাঠে গরুর হাট বসায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। এমনকি নিয়মিত শারীরিক কসরত থেকেও বঞ্চিত হচ্ছে তারা। গরু-ছাগলের মলমূত্রে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশও নষ্ট হচ্ছে।

জানা গেছে, মাঠ ও রাস্তায় হাট বাসায় মেয়ে শিক্ষার্থীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তবে সমস্যাটি সমাধানে বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এমনকি ইউএনওর কাছে অভিযোগ করেও মিলছে না প্রতিকার।

বিদ্যালয়ের মাঠ ও রাস্তা দখল করে হাট!

এ বিষয়ে নামড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, ‘এ নিয়ে সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ করা হয়েছে। এমনকি বিষয়টি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে ইউএনও’র কাছে অভিযোগ করা হলেও কোনো ফল পাওয়া যায়নি।’

হাটের ইজারাদার সাইফুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, ‘বিদ্যালয়ের মাঠে হাট থাকবে কিনা- সেটা সমাজকল্যাণ মন্ত্রীর সাথে কথা বলে ঠিক করা হবে।’

বিদ্যালয়ের মাঠ ও রাস্তা দখল করে হাট!

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বার্তা২৪.কম-কে বলেন, ‘বিষয়টি আমি অবগত। হাট ইজারাদার সাইফুল ইসলামের সাথে এ বিষয়ে অনেক আলোচনা করেছি কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছে না। তবে সংশ্লিষ্টদের সাথে আরও আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’