গুড়ের মধ্যে টিকটিকি, তেলাপোকা!
কুষ্টিয়ায় অভিযান চালিয়ে এক গুড় ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৫ মে) দুপুরে খোকসা উপজেলা বাজারে এই অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
পরে তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে ও প্রকৃত আখের গুড়ের সাথে চিনি, পানি, ফিটকিরি, রং, ডালডা, কেমিক্যাল এবং অবৈধ উপকরণ ব্যবহার করে গুড় তৈরি করে বাজারজাত করে আসছিল দিলীপ ট্রেডার্স। এমন অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালিয়ে আমরা দেখতে পাই, অপরিষ্কার ও নোংরা পরিবেশে গুড় তৈরি হচ্ছে। এছাড়া গুড়ের মধ্যে টিকটিকি, তেলাপোকা, খাবার অযোগ্য ফিটকিরি, চিটাগুড়, পোকামাকড় ও মাছি পাওয়া যায়।
এ কারণে বাজারের প্রতিষ্ঠানটির মালিক রাজকুমার বিশ্বাসকে ভোক্তা অধিকার আইন ২০০৯ –এর ৪২ ও ৪৩ ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। বিপুল পরিমাণ খাবার অযোগ্য গুড় নষ্ট করা হয়।