পান চাষে অধিক বৈদেশিক মুদ্রা আয় সম্ভব

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

পান চাষে অধিক বৈদেশিক মুদ্রা আয় সম্ভব / ছবি: বার্তা২৪

পান চাষে অধিক বৈদেশিক মুদ্রা আয় সম্ভব / ছবি: বার্তা২৪

কৃষি সম্প্রসারণ অধিদফতরের হর্টিকালচার উইংয়ের পরিচালক কৃষিবিদ চন্ডী দাস কুন্ডু বলেছেন, `পান একটি অর্থকারী ফসল। উন্নতমানের উৎপাদন প্রযুক্তি ও উচ্চ ফলনশীল জাতের মাধ্যমে পান চাষ করে অধিক বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। এতে অনেক ঔষধি গুণ বিদ্যমান। কিন্তু রোগবালাই পান উৎপাদনের একটি প্রধান অন্তরায়।’

শুক্রবার (২৪ মে) সকালে মিরপুর উপজেলার ফকিরাবাদে নিরাপদ পান উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণ কর্মসূচির আওতায় নিরাপদ উপায়ে পান চাষের উপর মাঠ দিবসে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/24/1558692110064.JPG

মিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক (ভারপ্রাপ্ত), কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক, কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বিষ্ণুপদ সাহা, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য উফান আলী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার অশোক কুমার কর্মকার, উপসহকারী কৃষি কর্মকর্তা মাহিরুল ইসলাম।

বিজ্ঞাপন

মাঠ দিবস অনুষ্ঠানে সকল উপসহকারী কৃষি কর্মকর্তাসহ ১৫০ জন কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।