চিনি-ডালডা-চিটাগুড় দিয়ে তৈরি হয় গুড়
কুষ্টিয়ায় গুড়ের কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২২ মে) সকালে সদর উপজেলার হরিনারায়ণপুর এলাকায় নারায়ণ আগরওয়ালা নামে একটি গুড়ের কারখানায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর এলাকায় ওই কারখানায় কেমিক্যাল, চিনি, ডালডা, চিটাগুড় মিশিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে গুড় তৈরি করা হয়। এ কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, ‘ভেজাল রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন- চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি এস এম কাদেরী শাকিলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।