গুলির শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের, পুলিশ গিয়ে পায় লাশ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

মেহেরপুরের গাংনী উপজেলায় দু’পক্ষের গুলি বিনিময়ে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, গুলি, গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) রাত দেড়টার দিকে উপজেলার করমদি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাদক ব্যবসায়ী ওই উপজেলার সহড়াতলা গ্রামের নাজমুল হোসেন (২৮)। তার বাবার নাম নজরুল ইসলাম। গাংনী থানায় নাজমুলের নামে মাদকের ৫টি মামলা রয়েছে।

গাংনী থানা সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে করমদি গ্রামে গুলি বিনিময়ের শব্দে এলাকার মানুষের ঘুম ভাঙে। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। এরপর বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই বন্ধ হয়ে যায় গুলির শব্দ। গুলির উৎস খুঁজতে আশপাশে তল্লাশি করে পুলিশ। এক পর্যায়ে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী, একটি দেশীয় পিস্তল, এক কেজি গাঁজা ও একটি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসএম বুলবুল আহম্মেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে।