কুষ্টিয়ায় ৫ ডাকাত আটক
কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনের একটি ডাকাত দলকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
রোববার (১৯ মে) মধ্যরাতে শহরতলীর মঙ্গলবাড়িয়া বাজার থেকে ডাকাতদের আটক করে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে একটি দেশি এম এম জি ১০ রাউন্ড কার্তুজ, ৩ টি দেশি হাঁসুয়া ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দিন জানান, রোববার মধ্যরাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মঙ্গলবাড়িয়া বাজারের পশ্চিম পাশে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে আমরা স্থানীয় জনগণের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ৫ জনের একটি ডাকাত দলকে আটক করতে সক্ষম হই।
তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র গোলাবারুদ এবং ছিনতাইকৃত তিনটি ইজিবাইক উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, এই ডাকাত সদস্যরা বিভিন্ন জেলার কেউ পাবনার কেউ রংপুরের কেউ নাটোরের এবং কিছু কুষ্টিয়ার স্থানীয় আছে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে হুমকি দিয়ে ডাকাতি ছিনতাই করে আসছে।
আটককৃতরা হলেন, নাটোর জেলার বড়াইগ্রাম এলাকার তফিজ উদ্দিনের ছেলে মোঃ কামাল হোসেন, কুষ্টিয়ার খোকসা এলাকার দুলাল শেখের ছেলে সুমন শেখ, রংপুর জেলার মিঠাপুকুর এলাকার পুতুল সরকারের ছেলে মোহাম্মদ নয়ন মিয়া, পাবনার মৃত আন্তরিকের ছেলে হান্নান প্রামানিক, কুষ্টিয়ার কুমারখালির জিন্দার আলির ছেলে মোহাম্মদ জিয়ারুল ইসলাম হৃদয়।
তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।