সরকারি মূল্যে সরাসরি গুদামে ধান বিক্রির আহ্বান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

সরকারি মূল্যে ধান বিক্রির আহ্বান জানিয়েছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান, ছবি: বার্তা২৪.কম

সরকারি মূল্যে ধান বিক্রির আহ্বান জানিয়েছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান, ছবি: বার্তা২৪.কম

সরকারি মূল্যে সরাসরি গুদামে ধান বিক্রি করতে কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান।

এছাড়া কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মেহেরপুরের গাংনী উপজেলা সবজি সহ প্রায় সব ধরনের ফসল দোআবাদ হয়ে থাকে। চলতি বোরো মৌসুমে উল্লেখযোগ্য পরিমাণ জমিতে বিভিন্ন জাতের ধান আবাদ হয়। ফলনও হয়েছে বাম্পার। ধানের দাম কম থাকায় চাষিদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। এ এমপির এমন আশ্বাস কৃষকদের মুখে হাসি ফোটাবে।

মোহাম্মদ সাহিদুজ্জামান বলেন, 'বর্তমান কৃষিবান্ধব সরকার, কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা কৃষকের কথা বিবেচনা করেই, সরাসরি তাদের নিকট থেকে ২৬ টাকা কেজি (১০৪০ টাকা মণ) হিসাবে ধান ক্রয় করবে। গাংনীর সকল কৃষক ভাইদের বলছি, আপনাদের উৎপাদিত ধান গাংনী সরকারি গোডাউনে বিক্রি করতে পারবেন। আপনারা উপজেলা কৃষি অফিসার, আপনাদের চেয়ারম্যানদের সাথেও পরামর্শ নিতে পারেন । কোন মধ্যসত্তভোগী ছাড়াই আপনাদের ধান ক্রয় করা হবে।'

বিজ্ঞাপন

এ ব্যাপারে কোন সহযোগিতার প্রয়োজন হলে, উপজেলা খাদ্য কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্যও তিনি আহ্বান জানান।

এদিকে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার ঘোষণায় এলাকায় আনন্দের বন্যা বইছে।