শিয়ালের আক্রমণে ৫ কৃষক আহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি।

ফাইল ছবি।

মেহেরপুরের গাংনীতে ক্ষেতে কাজ করার সময় শিয়ালের আক্রমণে ৫ জন কৃষক আহত হয়েছেন। শনিবার (১৮ মে) সকালে ওই উপজেলার সীমান্তবর্তী গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- গাংনী উপজেলার খাসমহল গ্রামের উকিল আলী (৪০), তেঁতুলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলী (৫৫), রাসেল মিয়া (১৪), হাবিবুর রহমান (৩৭) ও আনোয়ার হোসেন (৪৫)।

বিজ্ঞাপন

জানা গেছে, ওই উপজেলার স্থানীয় ধলার মাঠে পাটের জমিতে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন কয়েকজন কৃষক। একপর্যায়ে মাঠের চারদিক থেকে বেশ কয়েকটি শিয়াল ছুটে এসে কৃষকদের ওপর আক্রমণ করে। তাদের হাত-পাসহ বিভিন্ন স্থানে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

গাংনী হাসপাতালের ডাক্তার এম কে রেজা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন