গড়াই নদী দখলমুক্ত করতে চলছে উচ্ছেদ অভিযান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় গড়াই নদী দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে সদর উপজেলা প্রশাসন।

শনিবার (১৮ মে) সকালে শহরের থানাপাড়া জিকে ঘাটে শেখ রাসেল সেতুর পশ্চিম পাশ ঘেঁষে গড়ে ওঠা কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান চলমান রয়েছে।

বিজ্ঞাপন

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন- কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী।

তিনি জানান, স্থানীয় কিছু অসাধু লোক গড়াই নদীর জায়গা দখল করে মার্কেটসহ দোকানপাট গড়ে তুলেছে। এসব দোকানপাট ভাড়া দিয়ে তারা অর্থ আয় করে আসছিল। প্রাথমিকভাবে গড়াই নদীর উপর নির্মিত শেখ রাসেল সেতুর পাশে অবৈধভাবে জমি দখল করে গড়ে ওঠা প্রায় ৩০টি পাকা ও আধাপাকা ভবন ভেঙে দেওয়া হচ্ছে। এ অভিযানের ১০ দিন আগে দখলদারদের নোটিশ করা হয়। এছাড়াও শুক্রবার মাইকিং করা হয়েছে।

এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজাদ জাহান, সহকারী কমিশনার ভূমি (সদর) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও অভিযানের সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় নদীর পাড়ে।

কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, গড়াই নদী তার স্বাভাবিক প্রবাহ যাতে ধরে রাখতে পারে সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে।