সাদুল্লাপুরে ঘরে বসে বৈদ্যুতিক লাইন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রাহকের হাতে বৈদ্যুতিক মিটার তুলে দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা/ ছবি: বার্তা২৪.কম

গ্রাহকের হাতে বৈদ্যুতিক মিটার তুলে দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা/ ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধার সাদুল্লাপুরে চলছে স্পট মিটার কার্যক্রম। ‘আলোর ফেরিওয়ালা’ স্লোগান নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বৈদ্যুতিক মিটার পৌঁছে দেওয়ার কাজ করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। চাহিদার এক ঘণ্টার মধ্যেই বৈদ্যুতিক লাইন মিলছে।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাদুল্লাপুর সাব জোনাল অফিসের উদ্যোগে মঙ্গলবার (১৪ মে) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব। ইতোমধ্যে এ উপজেলার প্রায় ৬৬ হাজার পরিবার বিদ্যুৎ সুবিধা পাচ্ছে।

বিজ্ঞাপন

উপজেলার ফরিদপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার নুরুল রহমান, সাদুল্লাপুর সাব জোনাল অফিসের ডিজিএম (কারিগরি) বাচ্চু মিয়, এজিএম (হিসাব) শামছুল হক, রিটেইনার প্রকৌশলী রনজিৎ কুমার সরকার প্রমুখ। অনুষ্ঠানে ৭৬ জন গ্রাহককে নতুন মিটার প্রদান করা হয়।