মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
কুষ্টিয়ায় মাদক মামলার আসামি স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড দেয়া হয়।
সোমবার (১৩ মে) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খোদ্দভালুকা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে হবিবর রহমান ও তার স্ত্রী মোছা. জোসনা খাতুন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৯ আগস্ট হবিবর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ের কর্মকর্তারা। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ের উপ-পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের অতিরিক্ত পিপি এ.এস.এম আসাদুজ্জামান মামুন। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।