সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কুষ্টিয়ায় সালিশ বৈঠক চলাকালীন প্রতিপক্ষের হামলায় মহিবুল মণ্ডল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) ভোরের দিকে মারা যান তিনি। নিহত মহিবুল কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়নের বালির দিয়ার গ্রামের মো. জামাত মণ্ডলের ছেলে।

বিজ্ঞাপন

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সম্প্রতি বালির দিয়ার গ্রামে কলা গাছ কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বুধবার (৮ মে) রাতে মরিচা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলমের বাড়িতে সালিশ বসে। এ সময় প্রতিপক্ষ পল্টু, তাহের গংরা হামলা চালায় মহিবুলের ওপর। বাঁশ দিয়ে বেধড়ক মারপিট করা হয় তাকে।

পরে গুরুতর আহত অবস্থায় মহিবুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার এক পর্যায়ে তার অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করে। বৃহস্পতিবার (৯ মে) ভোরের দিকে পথিমধ্যেই মারা যায় মহিবুল।

এ ব্যাপারে নিহত মহিবুলের পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।