শিলাইদহ কুঠিবাড়িতে ৩ দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

শিলাইদহে রবীন্দ্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা/ ছবি: বার্তা২৪.কম

শিলাইদহে রবীন্দ্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা/ ছবি: বার্তা২৪.কম

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমারখালী শিলাইদহ কুঠিবাড়িতে জাতীয়ভাবে তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু হয়েছে। উৎসবে রবীন্দ্রনাথের জীবনীর উপর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্র মেলা অনুষ্ঠিত হবে।

বুধবার (৮ মে) সকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে শিলাইদহ কুঠিবাড়ির মুক্তমঞ্চে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য অ্যাড. আ ক ম সরোয়ার জাহান বাদশা।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/08/1557301579896.jpg

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-২ ওয়াহিদা মুসাররত অনিতা, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার কে এম জহিরুল ইসলাম ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান। স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখেন অধ্যাপক ড. সরওয়ার মুরশেদ রতন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মানুষকে কালের স্রোতে একদিন হারিয়ে যেতে হবে। কিন্তু তাদের সৃষ্টিশীল পর্ব, তাদের সাহিত্যকর্ম শুধু এখানে রয়ে যাবে। তাই আজকে আমাদের রবীন্দ্রনাথের ভিশন প্রয়োজন।’ রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শিলাইদহকে আরও আকর্ষণীয় করতে সরকারের উদ্যোগ রয়েছে বলেও বক্তারা জানান।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/08/1557301602213.jpg

আলোচনা সভার আগে কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত ও রবীন্দ্রনাথের প্রিয় আবাহন সংগীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা ঘটে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

বুধবার সকাল থেকেই কুঠিবাড়ির ভেতর ও বাইরে দেশি-বিদেশি রবীন্দ্র ভক্ত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। কুঠিবাড়ির বকুলতলা, পুকুরপাড়, আম্রকাননে রবীন্দ্র শিল্পী, ভক্ত, অনুরাগীরা ঘুরে ঘুরে কবি গুরুর স্মৃতি পরিদর্শন করছেন। রবীন্দ্র জন্ম-জয়ন্তী উপলক্ষে কুঠিবাড়ি পরিণত হয়েছে রবীন্দ্র ভক্তদের মিলন মেলায়। তিন দিনব্যাপী রবীন্দ্র মেলা চলবে ২৭ বৈশাখ পর্যন্ত।