স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আজাদ মণ্ডল। ছবি: বার্তা২৪.কম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আজাদ মণ্ডল। ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বালিয়াশিশা গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামী আজাদ মণ্ডলের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রায় ঘোষণাকালে আসামি আজাদ মণ্ডল আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, আসামি আজাদ মণ্ডল দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে স্ত্রী তুলি খাতুনকে মারধর করত। এর ধারাবাহিকতায় ২০১৬ সালের ১৮ মে রাতে ফের ২ লাখ টাকা যৌতুক দাবি করে আজাদ। বিষয়টি নিয়ে ঝগড়া হওয়ায় তুলি খাতুনকে হত্যা করে গলায় রশি দিয়ে বাড়ির পাশে আম গাছে ঝুলিয়ে রাখে স্বামী আজাদ মণ্ডল।

এ ঘটনায় নিহতের বাবা আলী হোসেন মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ২০১৬ সালের ১৬ অক্টোবর চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলার রায় দেয়া হয়।