নেত্রকোনায় ধানখলায় সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনায় ধানখলায় (ধান শুকানোর স্থান) মাটি কাটা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত কৃষক আক্কাস মিয়া (৫০) মারা গেছেন। সোমবার (৬ মে) সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

বার্তা২৪.কমকে ওসি জানান, উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পথে রোববার (৫ মে) রাত ১২টার দিকে আক্কাস মিয়া মারা যান।

বিজ্ঞাপন

এর আগে বিকালে সদর উপজেলার কেগাতী ইউনিয়নের কর্ণখলা গ্রামে ধানের খলায় মাটি কাটা নিয়ে কৃষক আক্কাস মিয়া ও একই গ্রামের কৃষক সিদ্দিক মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আক্কাস মারাত্মকভাবে আহত হন।

নিহত কৃষক আক্কাস মিয়া কর্ণখলা গ্রামের মৃত নাদির জামাল খার ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কর্ণখলা গ্রামের সিদ্দিক ও তার মা শাহারা খাতুনকে আটক করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।