আদিতমারী উপজেলায় বিদ্রোহী ফারুক জয়ী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফারুক ইমরুল কায়েস / ছবি: সংগৃহীত

ফারুক ইমরুল কায়েস / ছবি: সংগৃহীত

স্থগিত হওয়া লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে ৪৬ হাজার ৮৭০ ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ফারুক ইমরুল কায়েস (মোটর সাইকেল) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের রফিকুল আলম পেয়েছেন ৩৪ হাজার ১৮ ভোট।

রোববার (৫ মে) রাত ৯টার দিকে কন্ট্রোল রুমে এ ফলাফল ঘোষণা করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

আদিতমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২৩ হাজার ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চিত্ররঞ্জন রায় (চশমা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সম্পাদক মাঈদুল ইসলাম বাবু (উড়োজাহাজ) পেয়েছেন ১৫ হাজার ৩০৩ ভোট।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/05/1557074977130.jpg

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২৪ হহাজার ৯২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেসমিন আক্তার (সেলাই মেশিন)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছামছুন নাহার মিলি (পদ্মফুল) পেয়েছেন ২৪ হাজার ৩০৮ ভোট।

এ উপজেলায় ৬৭টি কেন্দ্রে মোট ভোটার এক লাখ ৬৬হাজার ৩৬১জন। যার মধ্যে মহিলা ৮৩ হাজার ৩৮৪জন ও পুরুষ ৮২ হাজার ২১৪জন।

রোববার উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১০ মার্চ ভোট গ্রহণের কথা থাকলেও প্রচারণার শেষ মুহূর্তে আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।