মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মেহেরপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

নির্মাণাধীন বাড়ির ছাদে কাজ করার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে রড জড়িয়ে সাজু মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ মে) দুপুরে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু মিয়া রাজনগর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। পেশায় রাজমিস্ত্রির সহযোগী।

জানা গেছে, সাজুসহ তার মিস্ত্রির দলের সদস্যরা রাজনগর গ্রামের কিতাব আলীর বাড়ির দোতলার ছাদ ঢালাইয়ের জন্য সাটারিং কাজ করছিলেন। নিচ থেকে রড তোলার সময় অসাবধনতাবশত বাড়ির পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে সাজুর মৃত্যু হয়। এ সময় তারা সারা শরীর পুড়ে গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

বিজ্ঞাপন

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারও দোষে এ দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হবে।’