কুষ্টিয়ায় নারীঘটিত ২ মামলায় গ্রেফতার ৪
কুষ্টিয়ার মিরপুর থানায় শুক্রবার (৩ মে) এক নারীকে উত্যক্ত ও স্কুল ছাত্রীর গোসলের দৃশ্য ভিডিও ধারণ করার অপরাধে পর্নোগ্রাফি আইনে পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। উভয় মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নারীঘটিত আলোচিত ঘটনা দু’টি ঘটেছে উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামে ও ধুবইল ইউনিয়নের কাজীপুর নামক গ্রামে।
জানা যায়, আমবাড়ীয়া গ্রামের এক গৃহবধূর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ৩ যুবক প্রবেশ করে। পরে ওই গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে ধর্ষণ করার চেষ্টা করে ব্যর্থ হয় তারা।
ঘটনার শিকার নারী নিজেই বাদী হয়ে একই গ্রামের মুফার ছেলে মিলন (২৫), বিল্লাল হোসেনের ছেলে হেলাল (২৬) ও মুন্নাফ (২৭), পিতা-অজ্ঞাত নামে মামলা দায়ের করেন। মামলা নং-৩।
অন্যদিকে উপজেলার ধুবইল ইউনিয়নের কাজীপুর গ্রামে আপন চাচাতো বোনের (১০ম শ্রেণির ছাত্রী) গোসলে দৃশ্য গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অপরাধে ওই গ্রামের আনেজ আলী মালিথার ছেলে আবু জাহিদ ওরফে কালুর (১৯) নামে পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের হয়েছে। মামলা নং-৪।
মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম উভয় নারীঘটিত মামলা দায়ের ও আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।