ফণী: বিসিএস পরীক্ষা দিতে পারেননি ভোলার ৫শ পরীক্ষার্থী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ভোলা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফণী। ছবি: প্রতীকী

ফণী। ছবি: প্রতীকী

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ভোলায় নৌ-যোগাযোগ বন্ধ থাকায় প্রায় ৫ শতাধিক পরীক্ষার্থী বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারেননি।

শুক্রবার (৩ মে) সকাল ১০টায় বরিশাল কেন্দ্রে ভোলার পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, নৌ-যোগাযোগ বন্ধ থাকায় বরিশাল যেতে না পেরে ভোরে ভেদুরিয়া লঞ্চ এবং ফেরি ঘাটে অবস্থান নেন পরীক্ষার্থীরা। এক পর্যায়ে জেলা প্রশাসকের মাধ্যমে বিশেষ ফেরি, লঞ্চ এবং স্পিডবোটে বরিশালে গিয়ে পরীক্ষা দেন প্রায় পাঁচ শতাধিক পরীক্ষার্থী। তবে আরও প্রায় পাঁচ শতাধিক পরীক্ষার্থী বরিশালে আসতে না পারায় পরীক্ষা দিতে পারেননি। এ কারণে হতাশ হয়েছেন তারা।

এদিকে পাঁচ শতাধিক পরীক্ষার্থী বরিশালে এসে পরীক্ষা দিলেও তারা এখন ভোলায় ফিরতে পারছেন না। তারা বরিশালের লাহার হাটে আটকা পড়েছেন।