বাঘ-কুমিরের আক্রমণ: হতাহতদের পরিবারকে অনুদান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বাগেরহাট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাঘ-কুমিরের আক্রমণে হতাহতদের পরিবারকে অনুদান দেয়া হচ্ছে। ছবি: বার্তা২৪.কম

বাঘ-কুমিরের আক্রমণে হতাহতদের পরিবারকে অনুদান দেয়া হচ্ছে। ছবি: বার্তা২৪.কম

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ (মোংলা) এলাকায় বাঘ ও কুমিরের আক্রমণে হতাহতদের পরিবারকে সরকারি অনুদান দেয়া হয়েছে।

বুধবার (০১ মে) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এ অনুদানের চেক বিতরণ করেন। বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বনবিভাগ।

বিজ্ঞাপন

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ২০১৮ সালের ২৩ জানুয়ারি চাঁদপাই রেঞ্জের ধানসাগর বন এলাকা থেকে লোকালয়ে ঢুকে পড়া একটি বাঘের আক্রমণে সেখানকার ৪ গ্রামবাসী আহত হন। আহত সেই ৪ জনকে ৫০ হাজার টাকা করে এবং ওই বছরের ১৪ জুলাই চাঁদপাই রেঞ্জ জেটি এলাকায় কুমিরের আক্রমণে নিহত নজরুল খন্দকারের পরিবারকে ১ লাখ টাকার চেক দেয়া হয়েছে।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক শাহিন কবির।

বিজ্ঞাপন