বাঘ-কুমিরের আক্রমণ: হতাহতদের পরিবারকে অনুদান
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ (মোংলা) এলাকায় বাঘ ও কুমিরের আক্রমণে হতাহতদের পরিবারকে সরকারি অনুদান দেয়া হয়েছে।
বুধবার (০১ মে) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এ অনুদানের চেক বিতরণ করেন। বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বনবিভাগ।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ২০১৮ সালের ২৩ জানুয়ারি চাঁদপাই রেঞ্জের ধানসাগর বন এলাকা থেকে লোকালয়ে ঢুকে পড়া একটি বাঘের আক্রমণে সেখানকার ৪ গ্রামবাসী আহত হন। আহত সেই ৪ জনকে ৫০ হাজার টাকা করে এবং ওই বছরের ১৪ জুলাই চাঁদপাই রেঞ্জ জেটি এলাকায় কুমিরের আক্রমণে নিহত নজরুল খন্দকারের পরিবারকে ১ লাখ টাকার চেক দেয়া হয়েছে।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক শাহিন কবির।