মংলা বন্দরে নিরাপত্তা জোরদার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বাগেরহাট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মংলা বন্দরের আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার / ছবি: বার্তা২৪

মংলা বন্দরের আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার / ছবি: বার্তা২৪

ইসলামিক স্টেটের (আইএস) বাংলাদেশে হামলার পরিকল্পনার আশঙ্কায় বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মংলা বন্দর কর্তৃপক্ষ।

সোমবার (২৯ এপ্রিল) বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাকরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইএস বাংলাদেশে হামলা পরিকল্পনা করছে, বিভিন্ন গণমাধম্যে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর সোমবার থেকে বাগেরহাটের মোংলা বন্দরকে নতুন করে নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে বন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, বন্দরের সংরক্ষিত জেটি এলাকা, বন্দর ভবন, সাবস্টেশন, রেস্ট হাউস ও আবাসিক এলাকাসহ (খুলনা-মোংলা) সকল স্থাপনায় নিরাপত্তা ডিউটি বৃদ্ধি, দর্শনার্থীদের বন্দর জেটি পরিদর্শন সীমিত করার পাশাপাশি পরিচয় নিশ্চিত করে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

এছাড়া কেউর চলাচল ও কথাবার্তায় অস্বাভাবিক, অসঙ্গতি, সন্দেহজনক হলে (০১৭৬১০৭৯৭১৮) এ নম্বরে তাৎক্ষণিক জানানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে।

বিজ্ঞাপন