গড়াই নদী খনন বন্ধের নির্দেশ
নানা অনিয়মের অভিযোগে কুষ্টিয়ায় গড়াই নদী খনন প্রকল্প সাময়িক বন্ধ ঘোষণা করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। নদী খননে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
শুক্রবার দুপুরে কুষ্টিয়ায় গড়াই নদী খনন প্রকল্প কাজ দেখতে এসে তিনি সাংবাদিকদের কাছে দু:খ প্রকাশ করে বলেন, গড়াই নদী খনন প্রকল্প এখন যেভাবে চলছে সেভাবে আর বাস্তবায়ন করা যাবে না। গড়াই নদীতে নালার মত করে ড্রেজার করা হচ্ছে। এটাকে আরও প্রশস্ত করে পদ্মার পানি ডাইভার্ড করতে হবে গড়াই নদীতে।
তিনি জানান, মন্ত্রণালয়ে খুব শিঘ্রই ৩০০ মিটার প্রস্থ করে খনন কাজ করার সিদ্ধান্ত হবে। বর্তমান যে দুটি ড্রেজার খনন কাজ পরিচালনা করছে তা বন্ধ করার নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনা করে ৩০০ মিটার প্রশস্ত করে মোট ৫টি ড্রেজার ব্যবহার করে পদ্মার পানি গড়াই নদীতে প্রবাহ করা হবে। কেউ যদি অসৎ থাকে বা থাকার চেষ্টা করে তাকে সতর্ক করেন তিনি। বলেন, সঠিক পথে না এলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় জেলার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।