নেত্রকোনায় তিন কোটি টাকার কাপড় পুড়ে ছাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নেত্রকোনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নেত্রকোনায় তিন কোটি টাকার কাপড় পুড়ে ছাই হয়ে গেছে, ছবি: বার্তা২৪.কম

নেত্রকোনায় তিন কোটি টাকার কাপড় পুড়ে ছাই হয়ে গেছে, ছবি: বার্তা২৪.কম

নেত্রকোনার মদন উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান বাজারের কাপড়পট্টিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাজারের কাপড় ব্যবসায়ী মনসুর পাল, দীপক পাল, মন্টু ও পাপনের দোকানঘর এবং মালামালসহ ১৭টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মদন ও পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার ফায়ার সাভির্সের দু’টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়ালীউল হাসান ও দেওয়ান বাজারের প্রতিষ্ঠাতা সাবেক পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক।

মদন ফায়ার সাভির্স স্টেশনের স্টেশন অফিসার (এসও) আহমেদুল কবীর এসব তথ্য নিশ্চিত করে বার্তা২৪.কমকে জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সাকির্ট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।