কুষ্টিয়ায় ট্রাকচাপায় পথচারী নিহত
শনিবার (২০ এপ্রিল) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বেপরোয়া গতিতে একটি ট্রাক ভেড়ামারা থেকে কুষ্টিয়া আসছিল। পথে রানাখরিয়া জ্যোতি ফিলিং স্টেশনের সামনের মোড় ঘুরতে গিয়ে গাড়িটি উল্টে যায়। এ সময় ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান পথচারী রমজান আলী। এতে ট্রাকচালকের সহকারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নুল আবেদীন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।