মাদকমুক্ত সমাজ গড়তে পারিবারিক সচেতনতা দরকার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকবিরোধী মতবিনিময় সভায় অতিথিরা/ ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকবিরোধী মতবিনিময় সভায় অতিথিরা/ ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকবিরোধী মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের বেশি প্রয়োজন পারিবারিক সচেতনতা। প্রতিটি বাবা-মার দায়িত্ব সন্তানদের সুশিক্ষা দেওয়া।’

শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া হাইস্কুল মাঠে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য (এমপি) আ. ক. ম. সরওয়ার জাহান বাদশাহ্।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার।

সভায় বক্তারা বলেন, ‘পুরুষের পাশাপাশি নারীরাও মাদকে জড়িয়ে পড়ছে। মাদকমুক্ত দেশ গড়তে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। একটি পরিবারের কেউ মাদকাসক্ত হলে গোটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

সমাজের প্রভাবশালীরা মাদক ব্যবসা করছে। মাদক নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও কঠোর হতে হবে বলে মত দেন বক্তারা।
মাদকবিরোধী মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।