কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ায় বসত বাড়ির আগুন নিয়ন্ত্রণ করছে ফায়ার সার্ভিস, ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় বসত বাড়ির আগুন নিয়ন্ত্রণ করছে ফায়ার সার্ভিস, ছবি: বার্তা২৪.কম

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে কুষ্টিয়ার সদর উপজেলার জাকিরের বাড়ির তিনটি বসত ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের বাসিন্দা আজিজুল বিশ্বাসের ছেলে মোঃ জাকিরুল ইসলাম জাকিরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান, জাকিরের বাড়িতে হঠাৎ করে বিকট শব্দ হয়। এলাকার মানুষ ছুটে এসে দেখে জাকিরের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এলাকার মানুষ পানি ও বালতি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা আলি সাজ্জাদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থল পরিদর্শন করে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় তিন  লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।