মাদারীপুরে ভেজাল সরিষার তেল জব্দ- আটক ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

র‍্যাবের হাতে আটক মালিক হাবিবুর রহমান, ছবি: বার্তা২৪

র‍্যাবের হাতে আটক মালিক হাবিবুর রহমান, ছবি: বার্তা২৪

মাদারীপুরে বিপুল পরিমাণ ভেজাল সরিষার তেলসহ কারখানার মালিক হাবিবুর রহমানকে (৫০) আটক করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে সদর থানার বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে কারখানা থেকে এসব ভেজাল তেল জব্দ করা হয়। হাবিবুর রহমান মাদারীপুর পৌরসভার মৃত ইদ্রিস হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিনের নেতৃতে বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে মেসার্স রাফিয়া এন্টারপ্রাইজ নামক একটি ভেজাল তেল উৎপাদন কারখানা থেকে মানব দেহের জন্য ক্ষতিকর পাম ওয়েল মিশ্রিত নিম্নমানের বিপুল পরিমাণ সরিষার তেল জব্দসহ মালিক হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে মাদারীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী ব্যানার্জী ভেজাল তেল উৎপাদনের অপরাধে হাবিবুর রহমানকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।