মাদক-জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝালকাঠি, বার্তা২৪.কম: 
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য রাখছেন আমু, ছবি: বার্তা২৪

বক্তব্য রাখছেন আমু, ছবি: বার্তা২৪

শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি সদর আসনের এমপি আমির হোসেন আমু বলেছেন, ‘যারা আমাদের দেশে মাদক সরবরাহ করছেন তারা আমাদের দেশকে ধ্বংস করার জন্য করছেন।’

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ঝালকাঠি জেলা যুব উন্নয়ণ প্রশিক্ষণ কেন্দ্রে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদ রোধে জনসচেতনতামূলক অনুষ্ঠানে এ সব কথা বলেন আমির হোসেন আমু।

বিজ্ঞাপন

পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত মাদকের ব্যাপারে সোচ্চার হওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের এ প্রবীণ রাজনৈতিক আরও বলেন, ‘ধর্মীয়ভাবেও মাদক ব্যবসা ও প্রশ্রয় চরম গুনাহের কাজ।’ এছাড়া, ধর্মপ্রাণ মানুষকে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ করার কথাও বলেছেন তিনি।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মো. মিজানুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। যুব প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।