‘স্থানীয় সরকার শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আলোচনা সভায় বক্তব্য দেন  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম / ছবি: বার্তা২৪

আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম / ছবি: বার্তা২৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘স্থানীয় সরকার যত বেশি শক্তিশালী হবে দেশ তত শক্তিশালী হবে। পৃথিবীর উন্নত দেশের স্থানীয় সরকারগুলো স্বনির্ভর। তারা উন্নয়নের পরিকল্পনার পাশাপাশি বাস্তবায়নও করে।’

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভার দেড়শত বছর উদযাপন উপলক্ষে ১২তম দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তাজুল ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার শক্তিশালী করতে হলে তার আর্থিক ভিত্তি মজবুত করতে হবে। আর্থিক কাঠামো শক্তিশালীকরণের প্রথম ধাপ হল স্থানীয় জণগনের আর্থিক অবস্থার উন্নতিকরণ।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো, শিক্ষাসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছে।’

পরিশেষে তিনি কুষ্টিয়া পৌরসভার সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং বৃহৎ আয়োজনের জন্য কতৃপক্ষকে ধন্যবাদ জানান।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/12/1555086507156.jpg

কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, এলজিইডির প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক মো. আসলাম হোসেন ও বিশিষ্ট গবেষক অ্যাডভোকেট লালিম হক।

আলোচনা শেষে ভারতীয় শিল্পী এবং রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।