চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে আনসার ভিডিপি কর্মকর্তা নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নেত্রকোনা, বার্তা২৪.কম: 
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

নেত্রকোনায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জাহেরা আক্তার (৫৫) নামে এক আনসার ভিডিপি কর্মকর্তা নিহত হয়েছেন।

শুক্রবার (১২ এপ্রিল) বিকালে জেলার মদন উপজেলার উচিতপুর কদমলতী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত জাহেরা আক্তার নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধমাইল গ্রামে।

শুক্রবার (১২ এপ্রিল) বিকালে খালিয়াজুরী থেকে ভাড়া করা মোটরসাইকেলে চড়ে স্বামী-স্ত্রী দুজন একই সাথে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থল মদন উপজেলার উচিতপুর কলমতলী নামক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির পেছনে বসে থাকা জাহেরা ছিটকে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। পরে তাৎক্ষণিকভাবে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহেরাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল হকের সাথে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন।