কুষ্টিয়ায় কারাবন্দী বিএনপি নেতার মৃত্যু
কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ শামীম আরজু মারা গেছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে এম.এ শামীম আরজুকে জেলা কারাগার থেকে অসুস্থ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আনা হয়। এরপর ১০ মিনিট চিকিৎসাধীন থাকার পরে মারা যান তিনি। ব্রেন স্ট্রোকে মৃত্যু হয় তার।
কুষ্টিয়ার জেল সুপার জাকের হোসেন জানান, কারাগারে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে কালেক্টরেট চত্বরে শহীদদের শ্রদ্ধা জানান শামীম আরজু। এরপর সেখান থেকে ফেরার পথে তিনিসহ জেলা বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার নেতাদের মধ্যে ছিলেন- জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি, সাধারণ সম্পাদক, সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ শামীম আরজু।
পরের দিন নাশকতা মামলায় তাদের জেল-হাজতে পাঠানো হয়। নিহত আরজু ওই মামলায় কারাগারে ছিলেন।