গুলি বিনিময়ে মাদক ব্যবসায়ী নিহত
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ে সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ এপ্রিল) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাদক ব্যবসায়ী কাজিপুর গ্রামের ফজলুল হক ফজু হতে পারে বলে জানান স্থানীয়রা। তবে পুলিশ তার পরিচয় নিশ্চিত হতে পারেনি।
জানা গেছে, হাড়াভাঙ্গা গ্রামে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের খবর পেয়ে পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের লাশ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে একটি এলজি শাটারগান ও কয়েক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, গুলি বিনিময়ের ঘটনার সঙ্গে এলাকার মাদক ব্যবসায়ীরা জড়িত। মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের গ্রেফতার করা হবে।