রেলওয়ের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রেলওয়ের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: বার্তা২৪.কম

রেলওয়ের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ার ভেড়ামারায় রেলওয়ের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউনুচ আলীর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

বিজ্ঞাপন

দিনব্যাপী এ অভিযানে ভেড়ামারা রেল স্টেশনের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক দোকান ঘর উচ্ছেদ করা হয়। রেলের জায়গায় ওই অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল।

উচ্ছেদ অভিযান চলাকালে রেলওয়ে কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, র‌্যাব, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন