ফরিদপুরে দুদকের মামলায় আটজনের সাজা

  • স্টাফ করেসপন্ডেন্ট, ফরিদপুর , বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আদালতের প্রতীকী ছবি

আদালতের প্রতীকী ছবি

ফরিদপুর দুদকের তদন্ত করা একটি মামলায় জাল দলিল করার দায়ে আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে ফরিদপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এই রায় দেন।

বিজ্ঞাপন

সাজা প্রাপ্তরা হলেন, গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার সহকারী সাব রেজিষ্টার রবেন্দ্র নাথ বিশ্বাস (দণ্ড বিধি ৪৬৭/১০৯ ধারা মোতাবেক ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড), জমি বিক্রেতা সভারঞ্জন রক্ত, রমেশ রক্ত, সুনীল রক্ত, জমি গ্রহীতা প্রমানন্দ মল্লিক (দণ্ড বিধি ৪৬৭ ধারা মোতাবেক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড), সাক্ষী নূরুজ্জামান হাওলাদার, বিল্পব দত্ত, আলী আকবর (দণ্ড বিধি ৪৬৭/১০৯ ধারা মোতাবেক ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করে আদালত)।

রায় ঘোষণার সময় সাবরেজিষ্টার রবেন্দ্র নাথ বিশ্বাস এবং জমি গ্রহীতা প্রমানন্দ মল্লিক পলাতক ছিলেন। এছাড়া অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

কিন্তু গত ২০১২ সালে জমির ২২ শতাংশ নিজের নামে দলিল করে নেয় আসামিরা।

এ ঘটনায়, গত ২০১৪ সালে ১১ মার্চ হরিপদ দত্তের নাতনি সবিতা রানি বাদী হয়ে নয় জনকে আসামি করে কোটালিপাড়া থানায় জাল দলিলের অভিযোগে মামলা করে। পরবর্তী ফরিদপুরে দুদক মামলাটি তদন্ত করে ২০১৮ সালে ২৬ ফেব্রুয়ারি চার্জশিট দেয় আদালতে।