কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় আইসক্রিম বিক্রেতা নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ট্রাকের ধাক্কায় আইসক্রিম বিক্রেতা নিহত / ছবি: বার্তা২৪

ট্রাকের ধাক্কায় আইসক্রিম বিক্রেতা নিহত / ছবি: বার্তা২৪

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় লাল চাঁদ ওরফে লালু (৬০) নামের এক আইসক্রিম বিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার (৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার কুষ্টিয়া-খুলনা মহাসড়কের উজানগ্রাম এলাকার লালন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লালু সদর উপজেলার সোনাইডাংগা গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

কুষ্টিয়ার ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভ্যানে করে আইসক্রিম বিক্রি করতো লালু। শনিবার বিকেলে লালন ফিলিং স্টেশনের সামনে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।