গাংনীতে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মেহেরপুর, বার্তা২৪.কম: 
  • |
  • Font increase
  • Font Decrease

আত্মহত্যা করা কৃষকের লাশের সামনে গ্রামবাসী, ছবি: বার্তা২৪

আত্মহত্যা করা কৃষকের লাশের সামনে গ্রামবাসী, ছবি: বার্তা২৪

মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুরে হাসমত আলী (৩০) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) সকালে নিজ বাড়ির পেছনের বাগানে একটি গাছের মগডালে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তাই আত্মহত্যা করতে পারে বলে ধারনা পরিবারের। সে হেমায়েতপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

বিজ্ঞাপন

হাসমতের মা সুফিয়া খাতুন জানান, শুক্রবার সন্ধ্যায় ভুট্টাক্ষেতে যাবার কথা বলে বের হয় হাসমত। তারপর আর বাড়ি ফেরেনি সে। সকালে লোকজন গলায় ফাঁস লাগানো অবস্থায় হাসমতের মরদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। সেই সাথে স্থানীয় পুলিশ ক্যাম্পে জানানো হয়।

হাসমতের স্ত্রী জুলেখা জানান, বেশ কিছুদিন যাবত হাসমত মানসিক সমস্যায় ভুগছিলেন। চুয়াডাঙ্গার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। হঠাৎ স্বামীর অকাল মৃত্যুতে কন্যা জান্নাতুল (৪) কে নিয়ে বিপাকে পড়েছেন তিনি।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।