গোবিন্দগঞ্জে বাস উল্টে নিহত ৫

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর (কালিতলা) এলাকায় বাস উল্টে পাঁচ  জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (৫ এপ্রিল) দিনগত রাত পৌনে ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা  জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরকত পরিবহন হাতীবান্ধার উদ্দেশে রওনা হয়ে গোবিন্দগঞ্জের জুমার ঘর নামক স্থানে পৌঁছলে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায। এতে  ঘটনাস্থলে বাসটির পাঁচ জন যাত্রী  নিহত হন এবং আহত হন আরও অন্তত ১৫ জন।

হাইওয়ে গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা যায়, নিহতরা হলেন- রংপুরের মিঠাপুকুরের মান্নানের ছেলে রিয়াজ (২০), লালমনিরহাটের পাটগ্রামের মহসিন আলীর ছেলে মাহবুল (২২), টাঙ্গাইলের মৌবন সরকারের ছেলে সুনীল কুমার (৩০), লালমনিরহাটের হাতিবান্ধার সরফ আলীর ছেলে বাসটির হেলপার বিদ্যুৎ (৩২) ও টাঙ্গাইলের কাতিহাতীর ভোলানাথ সাহার ছেলে বিকাশ সাহা (৪৮)।

ঘটনাস্থলে তিন জন ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর দুই জন মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। বাস থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসের ভেতরে আরও মরদেহ থাকতে পারে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ১৫ জনকে। তবে বাসটি উল্টে যাওয়ায় উদ্ধারে সময় লাগছে।