শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ধর্ষণের মামলায় আটককৃত ওসমান আলী, ছবি: সংগৃহীত

ধর্ষণের মামলায় আটককৃত ওসমান আলী, ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় ওসমান আলী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) গভীর রাতে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ডাবুলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম।

তিনি জানান, মিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড আশ্রয়ণ প্রকল্পের ১ নং ব্যারাকে ধর্ষক ও ওই শিশুর পরিবার আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতো। কিছুদিন আগে ধর্ষণের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ১ এপ্রিল ভিকটিমের মা বাদী হয়ে ওমমানকে একমাত্র আসামি করে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত হামার গা-ঢাকা দিয়েছিলেন বলেও জানান তিনি।