নির্বাচনে জয়-পরাজয় নিয়ে ঝগড়া, সংঘর্ষে যুবক নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, ফরিদপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাচনে জয়-পরাজয় নিয়ে ঝগড়া, যুবক নিহত। ছবি: বার্তা২৪.কম

নির্বাচনে জয়-পরাজয় নিয়ে ঝগড়া, যুবক নিহত। ছবি: বার্তা২৪.কম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে দু’পক্ষের সংঘর্ষে দেলোয়ার মাতুব্বর (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) ভোরে মারা যান দেলোয়ার মাতুব্বর।

বিজ্ঞাপন

জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার, রাজনৈতিক গ্রুপিং, নির্বাচনে দলাদলিসহ নানা বিষয় নিয়ে ওই গ্রামের নাজিমউদ্দিন ফকির মেম্বার ও শুভর সঙ্গে জামাল মাতুব্বরের দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পোয়াইল গ্রামে একটি দোকানে তাদের দুই পক্ষের সমর্থকদের মধ্যে নির্বাচনের জয়-পরাজয় নিয়ে ঝগড়া হয়। পরে দুই পক্ষ রাতেই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে জামালের সমর্থক দেলোয়ারসহ উভয়পক্ষের ৪-৫ জন ধারালো অস্ত্রের কোপে ও লাঠির আঘাতে গুরুতর আহত হয়। দেলোয়ারকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

রাতভর চলা সংঘর্ষে দু’পক্ষের প্রায় ১৫টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বর্তমানে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বার্তা২৪.কমকে জানান, ওই গ্রামে অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।